নিজস্ব প্রতিবেদকঃ
একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের সাবেক শিক্ষক, শিল্প-সাহিত্য সমালোচক অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড.বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতেগভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
সোমবার (২৩ মার্চ) জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন মুঠো ফোনে এক শোক বার্তায় বলেন, ড.বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের মৃত্যুতে আমি অত্যন্ত মর্মাহত। তার মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক ও বুদ্ধিজীবী ড. বোরহানউদ্দিন ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক। সাহিত্য, শিল্প ও গবেষণায় তার অবদান এদেশের মানুষ চিরদিন মনে রাখবে। দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তিনি ছিলেন অগ্রপথিক।
ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, ড.বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর সোমবার দুপুর ১২টার দিকে গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর