Home জাতীয় সংবাদ হারানো শুভকে ফিরে পেতে বাবা-মায়ের আকুতি

হারানো শুভকে ফিরে পেতে বাবা-মায়ের আকুতি

562
0
SHARE

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ:

বাবা তুমি কোথায়? ফিরে এসো বাবা, ফিরে এসো। এভাবেই বারবার বলে কান্নায় ভেঙে পড়েন বাবা- মা। হারিয়ে যাওয়া ছেলে শুভকে(১৩) তিনদিন ধরে ধরে খুঁজে বেড়াচ্ছে তার পরিবার।

শুভ ময়মনসিংহ জেলার সদর উপজেলার চর গোবিন্দপুর রৌমারা গ্রামের মোঃ সেলিম উদ্দিনের ছেলে।

জানা যায়, শুভ ময়মনসিংহের ঢোলাদিয়া তালতলার মাদরাসাতুল আবরার নামে শিক্ষা প্রতিষ্ঠানের হিফয বিভাগের ছাত্র। শুভ মাদরাসাতুল আবরাবে আবাসিক ভাবে বোডিংয়ে থেকেই কুরআন শরীফ ৯ পাড়া মুখস্ত করেছেন। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মাদরাসাতুল আবরার এর সকল উস্তাদ-ছাত্র ঘুমে থাকা অবস্থায় শুভ মাদরাসা থেকে বের হয়ে যায়। দুপুরের যোহরের নামাজের সময় মাদরাসার উস্তাদরা শুভ দেখতে না পেয়ে তার বাবা- মাকে জানায়। তারপর থেকেই শুরু হয় শুভকে খোঁজা। অনেক খোঁজা-খুঁজি করে শুভকে না পাওয়ায় মাদরাসার উস্তাদ ও পরিবারের লোকজন হতাশ হয়ে পড়েছে।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই হিফজ পড়োয়া ছেলেটির সন্ধান পেয়ে দিতে পারেন বা বাবা মার কুলে ফিরিয়ে দিতে ০১৯৫২৮০১২৭৪- ০১৯৪০৬৮৬০৫৭ নাম্বারে যোগাযোগ করে মানবাতার কল্যাণে এগিয়ে আসুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here