
জাগো তরুণঃ
কচুয়া ক্রীড়া চক্রের আয়োজনে মিনিভার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রবিবার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
ক্রীড়া চক্রের অন্যতম উপদেষ্টা আবুল কালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কচুয়া পৌর মেয়র নাজমূল আলম স্বপন। খেলা উদ্বোধন করেন- পৌরসভার প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শাহজাহান কামাল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সনতোষ চন্দ্র সেন, ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ, বিশিষ্ট সমাজ সেবক ছিদ্দিকুর রহমান তালুকদার ও হাজী শাহজাহান, কচুয়া বাজার কমিটির সভাপতি জাকির হোসেন (বাটা), ক্রীড়া চক্রের পক্ষ থেকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা ছাত্র লীগের সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল।
খেলায় কচুয়া সিটি ক্লাব, এনায়েতপুর আনন্দ স্পোটিং ক্লাবকে ট্রাইবেকারে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপদের মধ্যে পুরস্কার বিতরন করেন।