নেতা চাই !
প্রতিবাদী নেতা, নিপীড়িত মানুষের নেতা,
অসহায় মানুষের নেতা, দেশপ্রেমিক নেতা!
জোটের নেতা নয়, মহাজোটের নেতা নয়
রাজনৈতিক নেতা নয়, দেশ’নীতির নেতা চাই।
নেতা চাই !
সার্বভৌমত্বের নেতা, ভু-খন্ডের নেতা,
অধিকার বঞ্চিতদের নেতা,দাবি আদায়ের নেতা,
অর্থের নেতা নয়, স্বার্থের নেতা নয়,
মুখোশধারী নেতা নয়, দেশ রক্ষার নেতা চাই।
নেতা চাই !
সুস্থ্য মস্তিস্কের নেতা, সত্যবাদী নেতা,
ধর্ম নিরপেক্ষ নেতা, সত্যের নির্ভীক নেতা,
ভাষণের নেতা নয়, শোষণে নেতা নয়,
একটি দলের নেতা নয়, একজন ভাল নেতা চাই।
ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন ভাই
আমার জানা মতে তুমি সেই নেতা,
কচুয়ার এমপি হয়ে
কচুয়াকে দিবে শান্তির আশা।
গরীব দুঃখীদের দিবে তুমি
সহযোগিতার হাত বাড়িয়ে
মন খুলে তারা করবে দোয়া
তোমার সাহায্য পেয়ে।
কচুয়াকে দিবে আশার আলো
করবে কচুয়ার উন্নয়ন,
তোমার জন্য পাগল হবে তখন
কচুয়ার নিরীহ জনগন।