চাঁদপুর জেলা প্রতিনিধি : দেশের কল্যাণে সত্যের সন্ধানে এ স্লোগান বুকে ধারন করে অনেক বাধা, বিপত্তি পেরিয়ে সাপ্তাহিক পাঠক সংবাদ পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পাঠক সংবাদ পরিবারের আয়োজনে চাঁদপুর প্রফেসর পাড়া পত্রিকার কার্যালয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পত্রিকার সিনিয়র যুগ্ম সম্পাদক ও (অবঃ) সেনা কর্মকর্তা কবি-আলী আক্কাস তালুকদারের সভাপতিত্বে ও সম্পাদক মো. সাইফুল ইসলাম রনির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পত্রিকার উপদেষ্টা সম্পাদক আলহাজ্ব ডাঃ মো. আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাঠক সংবাদ পত্রিকার সহ-সম্পাদক গাজী রহমত উল্লাহ্, যুগ্ম সম্পাদক মো. ইমাম হোসেন, ডাঃ কামাল উদ্দিন ভূঁইয়া , বিভাগীয় সম্পাদক মোঃ মহসিন হোসাইন।
উল্লেখ্য, আগামী ২৮ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচার কচি কাচাঁর মেলা মিলনায়তনে সাপ্তাহিক পাঠক সংবাদ পত্রিকার ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।