নিজস্ব প্রতিবেদকঃ
সামাজিক ও ধর্মীয় কাজকর্মে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন জাপান আওয়ামীলীগের সাধারন সম্পাদক, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ জাপান শাখার সভাপতি, মানবতার ডাক সামাজিক সংগঠনের উপদেষ্টা সম্পাদক ও ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন।
এই মহৎ ঘটনাটি ঘটেছে চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া গ্রামের খাজা জামে মসজিদে। । তিনি এই অনুদান দিয়ে ক্ষান্ত হননি।এ মসজিদ এবং অন্যান্য মসজিদ সাজানোর জন্য টাকাও দান করেছেন।
ইঞ্জিনিয়ার মোঃ জসীম উদ্দিন বলেন “দুনিয়ায় কদিন থাকবো! আখেরাতের জন্য কিছু করা সকলের কর্তব্য তাই কিছু করার চেষ্টা করলাম।” তিনি চান আগামীতে কচুয়ার মানুষের পাশে থেকে সৎ ও নিষ্টার সাথে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ।