হৃদয়ের ছোঁয়াকে মোরা মিছেমিছি-
রাখি কভু আড়ালে,
জ্যোৎস্না হয়ে আঁচড়ে পড়ে বুকে।
ক্লান্ত পাখির ডানায়,
ভর করে মধুময় স্বপ্ন রাশিরাশি নিয়ে-
ঘরে ফেরা নিজ বাসায়।।
কোলাহল করে পাখিদের,
মিষ্টি মধুর গানের সুরে,
একান্ত নির্জনে।
হাজারো মানুষের ভিড়ের মাঝে,
ভোলা যায় হৃদয়ের আঘাত,
আর, কষ্ট! সেতো বড়ই ঐশ্বর্য।।